আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পটিয়া

পটিয়ায় ডা. সজল কান্তি দে’র পরিবার পেলো ‘শেখ রাসেল হাউস’


ফারুকুর রহমান বিনজু, পটিয়া প্রতিনিধি: পটিয়ায় শাপলা কুঁড়ি আসর সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে প্রয়াত ডা. সজল কান্তি দে’র পরিবারকে প্রায় সাড়ে ৬ লাখ টাকা ব্যয়ে পাকা ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। ঘরের নাম রাখা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের নামে ‘শেখ রাসেল হাউস’। হোমিওপ্যাথ চিকিৎসক ডা. সজল কান্তি দে পৌরসভা আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। পাকা ঘরটি নির্মাণে আর্থিক সহায়তা দিয়েছেন শাপলা কুড়ি আসর সমাজ কল্যাণ সংস্থার পরিচালক প্রদীপ বিশ্বাস।

পটিয়া পৌরসভার মেয়র ও দক্ষিণ জেলা শাপলা কুঁড়ি আসরের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আইয়ুব বাবুল আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক সেন, কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ, মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, শাপলা কুঁড়ি আসর অধ্যাপক রওশনগীর আমিরী,  আ’লীগ নেতা মাহাবুবুল আলম,  এম ডি নাজিম উদ্দিন, মোহাম্মদ সোহেল, মঞ্জুরুল আলম, শহীদুল ইসলাম জুলু, ফজলুল কাদের মিয়া, আবু সাঈদ খোকন, যুবলীগ নেতা গিয়াস উদ্দীন, জাফর আহমদ, নজরুল ইসলাম, নাঈম উদ্দীন, পৌর কর্মকর্তা বাসু  দে ও সাজু দে প্রমুখ।

মেয়র আইয়ুব বাবুল বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ উন্নয়নে মাহসড়কে অবস্থান করছে। এ ধারার আলোকে পটিয়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন উন্নয়ন কর্মযজ্ঞ চলছে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর