Hom Sliderচট্টগ্রাম

চাটগাঁর সংবাদ পত্রিকার ১০ম বর্ষপূর্তি পালিত


শুক্রবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবে সাপ্তাহিক চাটগাঁর সংবাদ ও অনলাইন নিউজ পোর্টালের ১০ম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম এ লতিফ এমপি, উদ্বোধক প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। প্রধান বক্তা জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়াররুল ইসলাম। পত্রিকার সম্পাদক নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, পত্রিকার উপদেষ্টা সম্পাদক আব্দুল কৈয়ূম চৌধুরী।

বক্তব্য রাখেন রেজিস্ট্রার আখতারুজ্জামান কাইছার, এএসএম আজিম উদ্দিন, আবুল কালাম আজাদ, মেয়র মো. জুবায়ের, আব্দুল মতলব, আমির উদ্দীন চৌধুরী, ব্যাংকার আইয়ুব চৌধুরী, অধ্যক্ষ শিব শংকর শীল, মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রফেসর বিবি মরিয়ম, জ্যেষ্ঠ্য প্রভাষক রুহুল কাদের, মো. শহীদুল্লাহ, হুমায়ুন কবির, ওয়াসিম আকরাম, মো. সালাউদ্দিন বাবর, প্রভাস চক্রবর্তী, মো. আবদুল কাদের সাইফুল, মো. মুসা আলম, মাস্টার শহিদুল ইসলাম।

বেলুন উড়িয়ে, কেক কেটে ও সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ সহ দেশের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় বর্ণাঢ্য আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— ছৈয়দ মোস্তফা চৌধুরী রাজু, আলহাজ্ব এমএ শুক্কুর, আলহাজ্ব নুরুল কবির চৌধুরী, আলহাজ্ব ছফি আহমদ চৌধুরী, মোহাম্মদ ফজলুল আজিম, মো. আবদুল কাদের সাইফুল, মো. মুসা আলম, মো. সালাউদ্দিন বাবর, ওয়াসিম আকরাম, তৌহিদুল ইসলাম।

উদ্বোধকের বক্তব্যে এমপি নদভী মাননীয় প্রধানমন্ত্রীর ৪ ডিসেম্বর আগমনকে কেন্দ্র করে দেশের মানুষের প্রত্যাশার চেয়েও যে বেশী উন্নয়ন হয়েছে তার সচিত্র সংবাদ চাটগাঁর সংবাদ সহ গণমাধ্যমকে তুলে ধরতে অনুরোধ জানান। প্রধান বক্তা পেয়ারুল ইসলাম বলেন, ভালো কাজ করলে ভালো কাজের প্রশংসা পাওয়া যায়। পত্রিকা বা মিডিয়া হলো সমাজের দর্পন। সভাপতি আবছার চৌধুরী বলেন, আমি পত্রিকাটির উদ্যোক্তা হিসেবে সবসময় দেশের সমস্যা, সম্ভাবনা ও করণীয় তুলে ধরার চেষ্টা করেছি।


Related posts

চন্দনাইশে মসজিদের ইমামের ল্যাপটপ-মোবাইল চুরির ঘটনায় চোর আটক

Chatgarsangbad.net

চন্দনাইশে ওয়ান শুটার রাইফেলসহ যুবলীগ নেতা মিজান আটক

Saddam Hossain

প্রকাশিত হলো এসএসসির রেজাল্ট, দেখবেন যেভাবে

Chatgarsangbad.net

Leave a Comment