আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

চট্টগ্রামে শেখ হাসিনার জনসভা সফল করতে বিভিন্ন সংগঠনের উদ্যোগ


আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তাঁর আগমন উপলক্ষে জনসভা সফল করতে ব্যাপক কর্ম সূচি হাতে নিয়েছে চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন। সম্প্রতি
‘বুলবুল একাডেমী’ ও ‘চট্টল ইয়ুথ কয়ারে’র পক্ষ থেকে প্রধানমন্ত্রীর আগমন সফল করতে লিফলেট-প্রচারপত্র বিলি করার উদ্যোগ নিয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে সংগঠনগুলি তাদের প্রস্তুতির বিষয়ে জানায়।

বুবলুল একাডেমি জানায়, চট্টগ্রামের গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধভাবে ৪ ডিসেম্বর চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগ সভানেত্রীর জনসভায় অংশ নেবে। শেখ হাসিনা চট্টগ্রাম আসবেন তাই আমরা আনন্দিত এবং আমরা শেখ হাসিনার এই আগমনকে স্বাগত জানাই। শেখ হাসিনার জনসভাকে সফল করতে একাডেমির উদ্যোগে সপ্তাহব্যাপী প্রচারপত্র বিলি করা হবে। আগামি ৪ ডিসেম্বর চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে শেখ হাসিনার জনসভায় বুলবুল একাডেমির সকল শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীরা যোগদান করবেন। এ বিষয়ে গত বুধবার (১৬ নভেম্বর) বিকালে একাডেমির কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় একাডেমির পরিচালক প্রত্যাশা বড়ুয়া উপরোক্ত পরিকল্পনার কথা জানান। একাডেমির নৃত্য পরিচালক শান্তা নাহারের সঞ্চালনায় সভায় এসময় উপস্থিত ছিলেন চিত্রাংকন শিক্ষক অশেষ দাশগুপ্ত, তবলা শিক্ষক পঙ্কজ বণিক, সুজয় আচার্য্য, আবৃত্তিশিল্পী মিনু চৌধুরী, সঙ্গীতশিল্পী পাপড়ি বড়ুয়া, অনামিকা চৌধুরী, রুবেল ধর প্রমুখ।

প্রসঙ্গত, এশিয়ার প্রখ্যাত নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীর স্মৃতিকে ধরে রাখার জন্য বাংলাদেশে বুলবুল একাডেমি কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্ট সকলকে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বুলবুল একাডেমিতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

এদিকে পৃথক বিবৃতিতে চট্টল ইয়ুথ কয়ার জানায়, আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভায় প্রত্যেক সাংস্কৃতিক সংগঠক ও সংগঠন যোগ দেবে। এ উপলক্ষে চট্টল ইয়ুথ কয়ার
চট্টগ্রাম মহানগরীর প্রত্যেকটি ওয়ার্ডে একটি বিশেষ ফোল্ডার বিতরণ করার উদ্যোগ নিয়েছে। আগামী শুক্রবার বিকাল তিনটায় চান্দগাঁও ৪নং ওয়ার্ডের বাহির সিগন্যাল হতে প্রচারপত্র বিলি করার উদ্বোধন হবে। চান্দগাঁও থানার সর্বস্তরের সাংস্কৃতিক সংগঠক এবং সংগঠনকে যথাসময়ে বাহির সিগন্যালে উপস্থিত থাকার জন্য কয়ার মহাসচিব অরুণ চন্দ্র বণিক সবাইকে অনুরোধ জানিয়েছেন।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘চট্টগ্রামে আমাদের নেত্রী আসছেন। এজন্য কেন্দ্র থেকে অনুরোধ করা হয়েছে অতীতের সকল জনসভার রেকর্ড ভাঙতে হবে। নতুন রেকর্ড গড়তে হবে চট্টগ্রামে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর