আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

সু চি’র উপদেষ্টাসহ মিয়ানমারে ৬ হাজারের বেশি বন্দির মুক্তি


অষ্ট্রেলিয়ার অর্থনীতিবিদ ও অং সান সুচি’র সাবেক উপদেষ্টাসহ ছয় হাজারের অধিক বন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার।
আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, জাতীয় দিবস উপলক্ষে সব মিলিয়ে ৫ হাজার ৭৭৪ জন পুরুষ এবং ৬৭৬ জন নারীকে মানবিক কারণে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়া হয়েছে। এ বিষয়ে রয়টার্স জানতে চাইলে কোন জবাব দেয়নি সামরিক সরকারের মুখপাত্র।

গত বছরের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর অং সান সু চি’সহ অনেক রাজনীতিক এবং বিদেশিদের বন্দি করে মিয়ানমার সামরিক সরকার। এরপর থেকে দেশটিতে চলমান অস্থিরতা নিরসনে জান্তা সরকারকে চাপ দিয়ে আসছিল পশ্চিমা দেশগুলো।

অর্থনীতিবিদ টার্নেলের মুক্তির খবরে টুইটারে স্বাগত জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। তার বিরুদ্ধে মিয়ানমারের রাষ্ট্রীয় গোপনীয় আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল। গত সেপ্টেম্বরে সামরিক আদালতে তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত ভিকি বোম্যান ও তার স্বামী মার্কিন নাগরিক কিয়াও। জাপানি চলচ্চিত্র নির্মাতা তোরু কুবোতারের মুক্তির সত্যতা নিশ্চিত করেছেন জাপানের প্রধানমন্ত্রী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর