চাঁদের উদ্দেশে পাড়ি দিলো নাসার আর্টেমিস ১


মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তার সবচেয়ে বড় রকেট ‘আর্টেমিস ১’ মিশনের সফল উৎক্ষেপণ করেছে। নাসার চাঁদে মানুষ পাঠানোর এই ‘মিশন’ সম্পন্ন হবে মোট ৩টি ধাপে। বুধবার ‘আর্টেমিস ১’ উৎক্ষেপণের মাধ্যমে প্রথম ধাপ শেষ হয়েছে।

এটি যাত্রীবিহীন অভিযান। যার মূল লক্ষ্য, চাঁদের মাটিতে নামার জন্য সম্ভাব্য ‘ল্যান্ডিং সাইট’গুলো চিহ্নিত করা। একই পরীক্ষা হবে মিশনের দ্বিতীয় ধাপেও। তা সফল হলে তৃতীয় ধাপের অভিযানে চাঁদে পাড়ি দেবে মানুষ। ৫০ বছর পর পৃথিবীর একমাত্র উপগ্রহে ফের মানুষ পাঠানোর জন্য উদ্যোগী হয়েছে নাসা।

এর আগে ‘আর্টেমিস ১’-এর উৎক্ষেপণ কয়েকবার বিলম্বিত হয়েছে। গত ২৯ অগস্ট এই উৎক্ষেপণের দিন ধার্য করা হয়েছিল। নির্ধারিত সময়ে কাউন্ট ডাউন শুরুও হয়ে গিয়েছিল, কিন্তু মাঝপথে তা থামিয়ে দিতে হয়।

রকেটের তরল হাইড্রোজেনের লাইনে ছিদ্র ধরা পড়ে শেষ মুহূর্তে। বহু চেষ্টা করেও সমস্যার সমাধান করা যায়নি। অভিযান বাতিল করতে বাধ্য হয় নাসা। এরপর ২ সেপ্টেম্বর উৎক্ষেপণের দিন নির্ধারিত হয়েছিল। সেবার তরল হাইড্রোজেনের ট্যাঙ্কে ছিদ্র ধরা পড়লে আবার বাতিল হয় অভিযান।

তথ্যসূত্র: দেশ রূপান্তর


Related posts

চট্টগ্রামে করোনা ভাইরাসে দ্বিতীয় মৃত্যু

Mohammad Mustafa Kamal Nejami

এবার রোহিঙ্গা সন্ত্রাসীরা অপহরণ করলো টেকনাফের আরো ৫ কৃষক

Chatgarsangbad.net

৮ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন উদ্বোধন করবেন শেখ হাসিনা

Chatgarsangbad.net

Leave a Comment