চট্টগ্রাম

চন্দনাইশে পাঠানদন্ডী বরুমতি খালের উপর দোকান নির্মাণের অভিযোগ


মুহাম্মদ আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধিঃ

চন্দনাইশ উপজেলার বরকল পাঠানদন্ডী ব্রীজ সংলগ্ন বরুমতি খালের পাড় ও খাল দখল করে দোকান নির্মাণ করতে গেলে স্থানীয়রা থানায় অভিযোগ দায়ের করেন।
সম্প্রতি চামুদরিয়া ব্রীজ সংলগ্ন বরুমতি খালের পাড় ও খাল দখল করে দোকান নির্মাণ করছে স্থানীয় জনৈক ওয়ারেজ নবী। সরেজমিনে গিয়ে দেখা যায়, বরুমতি খালের চামুদরিয়া নির্মানাধীন ব্রীজের পশ্চিম পাশে ওয়ারেজ নবীর দোকান রয়েছে। দোকানের পূর্ব পাশে খালের পাড় দখল করে খালের ভিতরে পিলার দিয়ে আরেকটি দোকান নির্মাণ করছে। স্থানীয়রা জানান, দোকানের পাশ্ববর্তী খালের পাড় দিয়ে ৩০ থেকে ৩৫ পরিবারের লোকজন চলাচল করে থাকে। পাশাপাশি পাশ্ববর্তী বিলে চাষাবাদের জন্য ২ শতাধিক কৃষক যাতায়াত করে থাকে। এ বিলে চাষাবাদের জন্য একটি স্কীম বসে, যেখানে এ খালের পাড় দিয়ে যাতায়াত করতে হয়। দোকানটি নির্মাণ করার কারণে এ সকল পরিবারের লোকজন ও কৃষকেরা চাষাবাদের জন্য পাশ্ববর্তী বিলে যাতায়াত বন্ধ হয়ে পড়েছে। তাছাড়া ব্রীজ নির্মাণের জন্য বিকল্প কাঠের ব্রীজটি ভেঙ্গে ফেলায় ব্রীজ নির্মাণের কাজ শুরু সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে পড়বে। ফলে স্থানীয়রা এ বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জ বরাবের অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্তের জন্য সহকারী কমিশনার (ভূমি) কে দায়িত্ব দিয়েছেন বলে এবং প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পদক্ষেপ গ্রহন করবেন বলে জানান। এ ব্যাপারে ওয়ারেজ নবী বলেছেন, উল্লেখিত জায়গা তার নিজের এবং তার নামে খতিয়ান রয়েছে।


Related posts

দক্ষিণ রাজানগর ইসলামী সমাজকল্যাণ পরিষদের ফ্রি চিকিৎসা সেবা নিল ৫ শতাধিক মানুষ

Chatgarsangbad.net

চন্দনাইশে পৃথক অভিযানে সাড়ে ১৩ হাজার পিচ ইয়াবাসহ আটক ২ঃ হাইচ গাড়ি জব্দ

Chatgarsangbad.net

রাজস্থলী প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

Md Maruf

Leave a Comment