সোনাকানিয়ায় স্বতন্ত্র প্রার্থী সেলিম উদ্দীন চৌধুরী’র উপর হামলা


সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সেলিম উদ্দীন চৌধুরী’র উপর হামলা ও ইউনিয়নের ৬,৭,৮,৯ নম্বর কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট বের করে দিয়ে জোরপূর্বক নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ উঠেছে।

১৭ নম্বর সোনাকানিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সেলিম উদ্দিন চৌধুরী জানান, ৬ নম্বর কেন্দ্রে নৌকার প্রার্থী জসিম উদ্দিনের উপস্থিতিতে আমাদের ওপর হামলা করা হয়েছে। আমাদের এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়েছে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ৬ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসর মোহাম্মদ ইফরাদ বিন মনির। তিনি বলেন, এ ধরনের কোনও ঘটনা ঘটেনি।


Related posts

দরজা ভেঙে হিন্দু নারীকে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

Mohammad Mustafa Kamal Nejami

বাঁশখালী উপ‌জেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গা‌লিবের পদত্যাগ

Chatgarsangbad.net

তাপমাত্রা আরও বৃদ্ধির আশঙ্কা

Chatgarsangbad.net

Leave a Comment