‘ডিভাইন ডেসটিনি- দ্য লিজেন্ড অব অ্যা ফাদার, এ ডটার অ্যান্ড দ্য হলি বন্ড’


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর লেখা উপন্যাস ‘ডিভাইন ডেসটিনি- দ্য লিজেন্ড অব আ ফাদার, এ ডটার অ্যান্ড আ হলি বন্ড’ বাংলাদেশের বাজারে এসেছে। উপন্যাসটি লিখেছেন মিশরীয় লেখক ও সাংবাদিক মোহসেন আরিশি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খ্যাতনামা প্রকাশনা সংস্থা অনিন্দ্য প্রকাশ এটি প্রকাশ করেছে।

এতে বলা হয়, ডিভাইন ডেসটিনি উপন্যাসে মহাকাব্যিক স্বাদ রয়েছে। উপন্যাসে উল্লেখ করা হয়েছে যে বঙ্গবন্ধু যখন কারাগারে ছিলেন, শেখ হাসিনার মা তাকে বিভিন্ন ধরনের বই সরবরাহ করেছিলেন।

বইটির আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে মোহসেন আরিশি আজ বাংলাদেশে আসতে পারেন।

সূত্র : বাসস


Related posts

বিএনপি ক্ষমতায় গেলে বৌদ্ধ সম্প্রদায়ের উন্নয়নে কাজ করবে: আমীর খসরু

Chatgarsangbad.net

আনোয়ারা-পটিয়া সড়কে স’ মিলের গাছ, দুর্ঘটনার আশঙ্কা

Mohammad Mustafa Kamal Nejami

বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়

Chatgarsangbad.net

Leave a Comment