নেপালে ভূমিকম্পে ৬ জনের মৃত্যু


নেপালে ভূমিকম্পে কমপক্ষে ছয় জন মারা গেছেন। মঙ্গলবার (৮ নভেম্বর) স্থানীয় সময় দিবাগত রাত ২টায় ভূমিকম্পটি আঘাত হানে।
এতে নেপালের পশ্চিমাঞ্চলে কেঁপে উঠেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। কম্পন অনুভূত হয়েছে ভারতের উত্তরাঞ্চলেও।

নেপালের ভূতাত্ত্বিক কেন্দ্রের বরাত দিয়ে বুধবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। ভারতীয় বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, নেপালের ডোটি জেলায় ভূমিকম্পে একটি বাড়ি ধসে পড়ার পরে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দিপায়ল শহরের কাছে ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে। রাজধানী কাঠমান্ডু থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত দিপায়ল শহর।

ভূমিকম্পের পর সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, ভারতের রাজধানী নয়াদিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ভূমিকম্পটিকে ৬ দশমিক ৩ মাত্রার বলে চিহ্নিত করেছে।


Related posts

চান্দগাঁও’র সমাজ সেবক মোহাম্মদ হোসেনের ছোট ভাই হাসান বাচ্চুর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক ও জেয়াফত অনুষ্ঠিত

Chatgarsangbad.net

‘আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতন বন্ধ হোক’

Chatgarsangbad.net

বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দর: প্রধান উপদেষ্টা

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment