চট্টগ্রাম

আগামিকাল চন্দনাইশ বরকল ব্রীজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 


মুহাম্মদ আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধিঃ কাল ৭ নভেম্বর সকাল ১০ টায় ভাচুয়ালি যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ১০১টি সেতু উদ্বোধনের পাশাপাশি চন্দনাইশ-আনোয়ারা উপজেলার সংযোগ সেতু বরকল ব্রীজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলমান সড়ক উন্নয়নের ফলে ক্রমশ বদলে যাচ্ছে দেশের যোগাযোগ ব্যবস্থা । ১৯৯৪ সালে চন্দনাইশ-আনোয়ারা সীমান্তবর্তী চাঁনখালী খালের উপর অস্থায়ীভাবে ১ বছরের জন্য নির্মাণ করা হয়েছিল বেইলী ব্রিজ। দীর্ঘ ২৭ বছর পর দুই উপজেলার মানুষের যোগাযোগের স্বপ্নের এ সেতুটি কাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় সাড়ে ২৪ কোটি টাকা ব্যয়ে ১’শ ১৮ মিটার লম্বা ও ১০.২৫ মিটার প্রস্থ অত্যাধুনিক পিসি গার্ডার সেতু নির্মাণ করেছে দোহাজারী সড়ক ও জনপথ বিভাগ। দোহাজারী সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জামাল উদ্দীন নিশ্চিত করে বলেছেন, সেতুটি উদ্বোধনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন আসবে। সেতু ব্যবহারের মাধ্যমে ২ উপজেলার সেতুবন্ধনের পাশাপাশি কৃষিপণ্য সহজে চট্টগ্রামে যাবে, পাল্টে যাবে ২ উপজেলার অর্থনৈতিক অবস্থান।


Related posts

লোহাগাড়ার সকল ইউপি চেয়ারম্যান এবং নেতা কর্মীদের সাথে নিয়ে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিলেন এরফানুল করিম চৌধুরী

Shahidul Islam

সাউদার্ন ইউনিভার্সিটিতে ফার্মা ফেস্ট

Chatgarsangbad.net

‘যানজট কমাবে সিইপিজেডের নতুন সড়ক’, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মেয়র

Chatgarsangbad.net

Leave a Comment