আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

faruk chy

নির্বাচনে জিতে কর্ণফূলীতে পুনরায় চেয়ারম্যান ফারুক চৌধুরী


চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাচনে ১ হাজার ৩২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ফারুক চৌধুরী। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আমির আহমদ (চশমা) ও নারী ভাইস চেয়ারমম্যান পদে ডা. ফারহানা মমতাজ (ফুটবল)। গতকাল বুধবার (২ নভেম্বর) রাত আটটায় উপজেলা হলরুমে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এ ফলাফল ঘোষণা করেন। এদিকে বুধবার সকাল আটটা থেকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি ভোটকেন্দ্রে আনসার ও অস্ত্রধারী পুলিশ নিয়োজিত ছিল। এছাড়া বিজিবি মোতায়েন করা হয়।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ফারুক চৌধুরী পেয়েছেন ২১ হাজার ২০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী পেয়েছেন ১৯ হাজার ৯৮৮ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে জুলধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যাংকার আমির আহমদ (চশমা) ১৮ হাজার ২৩৪ ভোট, যুবলীগের সহ সভাপতি মো. মহিউদ্দিন মুরাদ (উড়োজাহাজ) ১৭ হাজার ১৩ ভোট, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মো. আবদুল হালিম (তালা) ৫ হাজার ৭৯৫ ভোট, মহিলা ভাইস চেয়ারম্যান শিকলবাহার সাবেক চেয়ারম্যান আবুল কালাম বকুলের কন্যা ডাক্তার ফারহানা মমতাজ (ফুটবল) ৩৫ হাজার ১৮৪ ভোট, মোমেনা আক্তার (কলস) ২ হাজার ৫৩৫ ভোট, বানাজা বেগম (হাঁস) ২ হাজার ৯০০ ভোট এবং রানু আকতার (বৈদ্যুতিক পাখা) ৩৯৫ ভোট পেয়েছেন।

এর আগে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে সকাল ৮টা ২০ মিনিটে আওয়ামী লীগের প্রার্থী ফারুক চৌধুরী শাহমীরপুর মাদ্রাসার নিজের কেন্দ্রে ভোট প্রদান করেন। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কর্ণফুলীবাসীর সহযোগিতায় একটি বেশ ভালো নির্বাচন উপহার দিতে পেরেছি।

তথ্যসূত্র: পূর্বকোণ


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর