চট্টগ্রাম

বরমা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা


সৈয়দ শিবলী ছাদেক কফিলঃ

চন্দনাইশের বরমা ডিগ্রি কলেজে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ানুষ্ঠান ১ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক। বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বলরাম চক্রবর্তী, এস এম সেলিম ও মো. জসিম উদ্দীন।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মো. আবু আবু তাহের, ড. শিব প্রসাদ সূর, মো. জসিম উদ্দিন, আনিসুল মালেক, মুজিবুল হক চৌধুরী, মুবিনুর রহমান চৌধুরী, তাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মোহাম্মদ আলী ও ফিন্যান্স বিভাগের শিক্ষক মো. আবুল মনসুর। জীববিজ্ঞান বিভাগের শিক্ষক মো. আবু তৈয়বের পরিচালনায় এক দোয়া মাহফিল এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক স্কোয়াডের সমন্বয়ক কম্পিউটার বিভাগের শিক্ষক রূপন কুমার নাথের পরিচালনায় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন- শিক্ষাই জাতির মেরুদন্ড। আজকের শিক্ষার্থীরা জাতির আগামীর কর্ণধার। তাদেরকে অবশ্যই মানব সম্পদ হতে হবে। তারা চাইলেই দেশ ও বিশ্বকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে।


Related posts

বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীদের উচিত হবে দেশের প্রতিটা থানায় সেই কুলাঙ্গারের বিরুদ্ধে মামলা করা

Chatgarsangbad.net

বিএনপি-জামায়াতের দুবৃত্তায়ন বরদাস্ত করা হবে না: মেয়র জোবায়ের

Chatgarsangbad.net

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে আইন বিভাগের মুট কোর্ট প্রতিযোগিতা সম্পন্ন

Chatgarsangbad.net

Leave a Comment