চট্টগ্রাম

কর্ণফুলী সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও মতবিনিময়


ওসমান হোসাইন, কর্ণফুলী প্রতিনিধি:

কর্ণফুলী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা, ( ইউএনও ) মোঃ মামুনুর রশীদ।

২৪ অক্টোবর সোমবার সকাল ১১ঘটিকায় উপজেলা মিলায়তনে কর্মরত জাতীয় ও আঞ্চলিক প্রিন্ট এবং ইলেট্রনিক মিডিয়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

নবাগত ইউএনও এ সময় কর্ণফুলী উপজেলা নানা সমস্যা নিয়ে সাংবাদিকদের বক্তব্য শুনেন। সাংবাদিকদের বক্তব্য শেষে ইউএনও জানান, জনগণের কাঙ্ক্ষিত সেবা বাড়ানোই হবে তার প্রথম কাজ।

নবাগত ইউএনও হয়রানি ও দুর্নীতিমুক্ত সেবার প্রতিশ্রুতি দিয়ে,ইতিবাচক কাজে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সাংবাদিকরা যাতে নিরাপদে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন তারও প্রতিশ্রুতি দেন।

এ সময় বিভিন্ন পত্রিকার সাংবাদিক প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়া ও উপজেলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ ০২ অক্টোবর উপজেলা ইউএনও হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি হলেন উপজেলার ৬ষ্ঠ নির্বাহী কর্মকর্তা।


Related posts

চন্দনাইশ সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

Chatgarsangbad.net

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ভারটেক্স গ্রুপের বিনামূল্যে উন্নত জাতের বীজ বিতরণ

Chatgarsangbad.net

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

Chatgarsangbad.net

Leave a Comment