আজ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

‘৭ম স্যাফকন ২০২২’ আন্তর্জাতিক প্রদর্শনী ২০ অক্টোবর থেকে শুরু


নিরাপদ এবং টেকসই অবকাঠামো নির্মাণ কৌশল, নির্মাণ উপকরণ এবং প্রযুক্তির সমাহার নিয়ে আগামি ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে স্থাপত্য শিল্পে দেশের বৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী ‘৭ম স্যাফকন ২০২২’। প্রদর্শনীর আয়োজন করছে স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেড। প্রদর্শনীটির নাম দেয়া হয়েছে ‘পাওয়ার-জেন’। এর সঙ্গে ‘রিনিউঅ্যাবল এনার্জি শো’, ‘ওয়াটার ম্যানেজমেন্ট শো’ এবং ‘সেফ এইচভিএসিআর’ সংযুক্ত রয়েছে।

আগামী ২০ থেকে শুরু হয়ে ২২ অক্টোবর পর‌্যন্ত ঢাকার কুড়িল বিশ্ব রোডের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ৭৫ হাজার বর্গফুট জায়গায় অনুষ্ঠিতব্য এই বিটুবি প্রদর্শনীতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকটি দেশ অংশগ্রহণ করছে। প্রদর্শনীতে অবকাঠামো নির্ভর প্রযুক্তি উপর অনেকগুলো সেমিনার ও অধিবেশন থাকবে।

পাওয়ার সেল, ইডকল, কোটরা, আশারি-বাংলাদেশ চ্যাপ্টার, গ্রিণ সসোসাইটি অব ইন্ডিয়া, বিসিসিআই, বিসিএসএ, আইএসএইচআরএই, বিআরএএমএ, বাংলাদেশ গ্রিণ বিল্ডিং একাডেমি প্রদর্শনীর সহযোগী অংশীদার হিসেবে রয়েছে।
প্রদর্শনী ২০ থেকে ২২ অক্টোবর প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর