Hom Sliderবাংলাদেশ

আজ রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র জন্মদিন


আজ ১৬ অক্টোবর। কবি রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ’র জন্মদিন। রুদ্র, বাংলাদেশের অবিস্মরণীয় এক কবির নাম। তিনি নেই অনেক দিন, কিন্তু তাঁর সৃষ্টি তরুণদের মাঝে দিন দিন আরও উজ্জল হয়ে ধরা দিচ্ছে।

১৯৫৬ সালের ১৬ অক্টোবর বরিশাল জেলার আমানতগঞ্জের রেডক্রস হাসপাতালে জন্ম গ্রহণ করেন তিনি। মাটি ও মানুষের প্রতি আমূল দায়বদ্ধ এই কবির শিল্পমগ্ন উচ্চারণ তাঁকে দিয়েছে সত্তরের অন্যতম কবি-স্বীকৃতি। অকাল প্রয়াত এই কবি তাঁর কাব্যযাত্রায় যুগপৎ ধারণ করেছেন দ্রোহ ও প্রেম, স্বপ্ন ও সংগ্রামের শিল্পভাষ্য।

‘জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন’- এই নির্মম সত্য অবলোকনের পাশাপাশি ততোধিক স্পর্ধায় তিনি উচ্চারণ করেছেন- ‘ভুল মানুষের কাছে নতজানু নই’। যাবতীয় অসাম্য, শোষণ ও ধর্মান্ধতার বিরুদ্ধে অনমনীয় অবস্থান তাকে পরিণত করেছে ‘তারুণ্যের দীপ্ত প্রতীক’-এ। একই সঙ্গে তার কাব্যের আরেক প্রান্তর জুড়ে রয়েছে স্বপ্ন, প্রেম ও সুন্দরের মগ্নতা।

মাত্র ৩৪ বছরের স্বল্পায়ু জীবনে তিনি সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং ‘ভালো আছি ভালো থেকো’সহ অর্ধশতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন।


Related posts

শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত

Chatgarsangbad.net

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

Chatgarsangbad.net

ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল

Chatgarsangbad.net

Leave a Comment