বাঁশখালীতে অবৈধ আর্টিসনাল বোট-জাল-মাছ জব্দ, আটক ১


বাঁশখালী সংবাদদাতা: চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছ জব্দ এবং এক জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা সিয়াম-উল-হক।

তিনি বলেন, সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১১ টায় কোস্ট গার্ড বাঁশখালী সরকার বাজার ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়। বোট তল্লাশি করে ৫টি ট্রলিং জাল ও ৬ হাজার ৫০০ কেজি বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছসহ ১ জেলেকে আটক করা হয়।

এছাড়া মালিক পক্ষ হতে ২ লক্ষ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে বোট ও জেলেকে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত সামুদ্রিক মাছ নিলামে বিক্রয় করে অবৈধ ট্রলিং জাল বিনষ্ট করা হয়। জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


Related posts

সাতকানিয়া এলপিজি ফিলিং স্টেশন শুভ উদ্বোধন

Chatgarsangbad.net

চন্দনাইশে ছৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া আহমদিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ

Chatgarsangbad.net

চসিকের ১০০ দিনের মশক নিধন অভিযান শুরু

Chatgarsangbad.net

Leave a Comment