বাংলাদেশে দাড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: শফিউল আলম


নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের উদ্যোগে চট্টগ্রাম-১১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলমের সমর্থনে এক বিশাল গণমিছিল ও পথসভার আয়োজন করা হয়।
২৮ নভেম্বর সন্ধ্যায় গণমিছিল নারকেলতলা মোড় থেকে শুরু করে ইপিজেড চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচির নেতৃত্ব দেন ৩৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর ওসমান গনি।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম বলেন,“সমস্ত বাংলাদেশে দাড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং দাঁড়িপাল্লার পক্ষে স্লোগানে মুখরিত হয়ে পুরো এলাকা প্রকম্পিত হয়েছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে নীরব বিপ্লব ঘটবে।

তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে তাদের প্রার্থীদের ওপর হামলা এবং নারী কর্মীদের ওপরও নিপীড়নের ঘটনা ঘটছে। এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি দায়ীদের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, চট্টগ্রাম-১১ এর সদস্য সচিব আবদুল গফুর। এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগরীর মজলিসের শূরা সদস্য ও ইপিজেড থানা আমীর আবুল মোকাররম।

এতে বক্তব্য রাখেন ৩৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর ওসমান গণি, মোঃ সাহেদ, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক, ৩৯ নম্বর ওয়ার্ড জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী মাওলানা মোজাম্মেল হক, আবদুর রহিম বিশ্বাস, মামুন খান, মোঃ ফখরুল ইসলাম, মজিবুর হক বকুলসহ বিভিন্ন পর্যায়ের আরও নেতৃবৃন্দ।


Related posts

আনোয়ারায় মাইক্রবাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ২

Mohammad Mustafa Kamal Nejami

ভাটিয়ারীতে মুসকান ভাউচারের ধাক্কায় ছাত্রদল সভাপতিসহ নিহত ২

Mohammad Mustafa Kamal Nejami

চন্দনাইশে কারিতাসের বিশ্ব পরিবেশ দিবস পালন

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment