বিপিএলে নতুন দল নোয়াখালী


ক্রীড়া ডেস্ক: তিন দফা পিছিয়ে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের নিলাম। ১২তম আসরে প্লেয়ার্স-ড্রাফটের বদলে হবে অকশন। তবে তার আগে বিপিএল নিয়ে যেন নাটকীয়তার শেষ নেই। শুরুতে ৫ দল নিয়ে বিপিএল শুরুর কথা থাকলেও নতুন করে যুক্ত হলো আরেকটি দল।

গতকাল রাতে দেশ ট্রাভেলসের মালিকানায় নোয়াখালী এক্সপ্রেস নামে নতুন দল যুক্ত হয়েছে বিপিএলে। দলটির একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে জানিয়েছেন, ‘রাতেই মেইলের মাধ্যমে বিসিবি দল নিশ্চিতের খবর জানিয়েছে। আজ বাকি সবকিছু চূড়ান্ত হবে।’

সুতরাং আসন্ন আসরে ৬টি দল নিয়ে ২৬ ডিসেম্বর (সম্ভাব্য) মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। ফাইনাল হতে পারে ২৪ জানুয়ারি।

প্রসঙ্গত, বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস মালিকানা পেয়েছে রংপুর রাইডার্সের। চট্টগ্রাম রয়্যালসের মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।

বিপিএলের ছয় দলের নাম চূড়ান্ত

রংপুর রাইডার্স

ঢাকা ক্যাপিটালস

সিলেট টাইটান্স

রাজশাহী ওয়ারিয়র্স

চিটাগং রয়েলস

নোয়াখালী এক্সপ্রেস


Related posts

চট্টগ্রাম চেম্বারের নির্বাচন স্থগিত করলেন আদালত

Mohammad Mustafa Kamal Nejami

আর কোনো শিক্ষার্থীর রক্ত ঝরুক, চান না শরিফুল

Chatgarsangbad.net

বিচ্ছেদের পরেই কি বিয়ে করেছেন শোয়েব?

Chatgarsangbad.net

Leave a Comment