ভূমিকম্পে দেওয়াল চাপা পড়ে ছেলের মৃত্যু, বাবা আইসিইউতে


নিউজ ডেস্ক: ভূমিকম্পে নরসিংদীর গাবতলীতে বাসার দেওয়াল চাপা পড়ে ওমর (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ওই শিশুর বাবা উজ্জ্বল গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকালের দিকে ভূমিকম্পের ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক ওমরকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তার বাবাকে গুরুতর আহত অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে।

নিহত শিশুর চাচা জাকির জানান, ভূমিকম্পের সময় তারা (বাবা-ছেলে) বাসায় ছিলেন। ওই সময় বাসার দেওয়াল চাপা পড়ে বাবা এবং ছেলে গুরুতর আহত হয়। পরে এ অবস্থায় প্রথমে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক শিশু ওমরকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তার বাবাকে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত শিশু ওমর একটি মাদ্রাসায় হেফজখানায় লেখাপড়া করছে এবং তার বাবা জাতীয় গৃহায়নের অফিস সহকারী হিসেবে চাকরি করেন। তাদের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায়, বর্তমানে নরসিংদীর সদর গাবতলী এলাকায় ভাড়া থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ভূমিকম্পে নিহত শিশুর মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় তার বাবা আহত হয়ে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি আছেন।

 


Related posts

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইউসিবি ব্যাংক

Chatgarsangbad.net

নিখোঁজের ৬ বছর পর ঝালকাঠিতে যুবকের কঙ্কাল উদ্ধার

Chatgarsangbad.net

জনপ্রতিনিধিদের পদত্যাগ-অবেধ সম্পদ বাজেয়াপ্ত করার দাবিতে সাতকানিয়া ইউএনও বরাবর স্মারকলিপি

Md Maruf

Leave a Comment