টপ নিউজঢাকাবাংলাদেশ

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত


নিউজ ডেস্ক: ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫।

তবে, ইউরোপিয়ান ইএমএসসি বলছে, ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ৭। উৎপত্তি নরসিংদীর ঘোড়াশালে ৩৫ কিলোমিটার নিচে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করছি, আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করুন।

আফটার শকের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ফারজানা সুলতানা বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী— এই ধরনের ভূমিকম্পের পর ছোটখাটো আফটার শকের সম্ভাবনা থাকতেই পারে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখন পর্যন্ত তেমন সম্ভাবনা আমরা দেখতে পাইনি।

এদিকে ভূমিকম্পে পুরান ঢাকায় দেয়াল ধসে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ফাটল ধরেছে বেশকিছু ভবনে হেলে পড়েছে রাজধানীর বেশ কয়েকটি মার্কেটে।

এর আগে, চলতি বছরের ৫ মার্চ রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল।

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। তারও আগে ২৮ মে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ২৪ মিনিটে ভারতের মণিপুর রাজ্যের মোইরাং শহরের কাছাকাছি আরেকটি ভূমিকম্পটি আঘাত হানে।

সেসময়ও ভূমিকম্পের দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলায় হালকা কম্পন অনুভূত হয়েছিল।


Related posts

বিকল সরঞ্জাম নিয়ে চলছে হাটহাজারীর সরকারি হাসপাতাল

Chatgarsangbad.net

বাংলাদেশ জামায়াত ইসলামীর মৃত্যুদণ্ড প্রাপ্ত নেতা এটি এম আজহারুল ইসলামের রিভিউ আপিল 

Chatgarsangbad.net

বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ে ‘লুকোচুরি’, কারণ জানতে চেয়েছে আইএমএফ

Chatgarsangbad.net

Leave a Comment