দক্ষিণ চট্টগ্রামবাছাইকৃত খবরসব খবর

নতুন ধানের ঘ্রাণে আনোয়ারায় কৃষকের হাসি

পাকা আমন ধান

আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারা উপজেলা—দিগন্তজুড়ে এখন সোনালি রঙের ছড়াছড়ি। হেমন্তের মৃদু বাতাসে দুলছে পাকা আমন ধান। মাঠের পর মাঠে ছড়িয়ে আছে কৃষকের বছরের পরিশ্রম, স্বপ্ন আর হাসি। পাকা ধানের গন্ধে যেন মাতোয়ারা হয়ে উঠেছে পুরো আনোয়ারা। অগ্রহায়ণের শুরু থেকেই চলছে ধান কাটার মহোৎসব; আর সেই উৎসব ছড়িয়ে পড়েছে ঘরের আঙিনা থেকে গ্রামের প্রতিটি মানুষের মনে।

নতুন ধানের আগমনের সাথে সাথেই শুরু হয়েছে নবান্নের প্রস্তুতি। আত্মীয়স্বজনের ভিড়, পিঠাপুলির আয়োজন—সব মিলিয়ে গ্রামবাংলার চিরায়ত দৃশ্য ফিরে এসেছে। শত ব্যস্ততার মাঝেও নবান্নের আনন্দ ভাগাভাগি করা যেন প্রতিটি পরিবারের অবিচ্ছেদ্য ঐতিহ্য।

সরেজমিনে বৈরাগ, বটতলী, বারশত, বারখাইন, বরুমচড়া, চাতরী ও পড়ৈকোড়াসহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়—কৃষাণ-কৃষাণীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন ধান কাটায়। কেউ কেটে আঁটি বাঁধছেন, কেউবা মাথায় বা গাড়িতে করে সেই আঁটি তুলছেন বাড়ির উঠানে। মাঠের পাশেই তৈরি করা ধানের খলায় চলছে মাড়াইয়ের প্রস্তুতি। পুরো এলাকাজুড়ে ভাসছে পাকা ধানের মৌ মৌ গন্ধ।

ওষখাইন গ্রামের কৃষক ফজল করিম জানান, “আল্লাহর রহমতে এবার ধানের ফলন বেশ ভালো। শুধু সমস্যা—কামলার দাম একটু বেশি, তাই খরচটা বেড়েছে।”

আনোয়ারা কৃষি অধিদপ্তরের তথ্যমতে, বৈরী আবহাওয়ার আশঙ্কা থাকলেও বাস্তবে ক্ষতি হয়েছে খুব সামান্য। বরং লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ বছর উপজেলায় ৭,৫৫৭ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে—যা গত বছরের চেয়েও বেশি। বিশেষ করে ব্রি-৪৯ ও ব্রি-১০৩ জাতের ফলন অসাধারণ হয়েছে।

মাঠভরা ধান আর কৃষকের গোলাভরা স্বপ্ন—সব মিলিয়ে এখন আনোয়ারায় বিরাজ করছে এক অনাবিল প্রশান্তি। শ্রমিকের মজুরি বা বাজারদর নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও, নতুন ফসল ঘরে তোলার আনন্দই সেই দুঃশ্চিন্তাকে ঢেকে দিয়েছে।

হেমন্তের এই সোনালি হাসি যেন কৃষকের সারা বছরের ক্লান্তি ভুলিয়ে দিচ্ছে—আনোয়ারার প্রতিটি মাঠে তাই এখন শুধু একটাই দৃশ্য—স্বপ্ন ঘরে তোলার উৎসব।

চাটগাঁর সংবাদ/আমজাদ হোসেন/পস


Related posts

লোহাগাড়ার উপজেলা চেয়ারম্যান বাবুলের কবরে বিপ্লব বড়ুয়ার শ্রদ্ধা

Chatgarsangbad.net

সী ওয়ার্ল্ড রেস্টুরেন্ট ও রয়েল কনভেশন সেন্টার উদ্যোগে ইফতার মাহফিল

Shahidul Islam

বাঁশখালীতে ৬৪৫ বোতল বিদেশী মদ জব্দ, গাড়ি সহ গ্রেফতার- ০৩

Chatgarsangbad.net

Leave a Comment