উত্তর চট্টগ্রামচট্টগ্রামবাছাইকৃত খবর

মিরসরাইয়ে সেনা সদস্যের বাড়িতে ডাকাতি, ১০ ভরি স্বর্ণ লুট


নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে তালা ভেঙে ঘরে ঢুকে অবসরপ্রাপ্ত এক সেনাবাহিনীর সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাছিমেরতালুক এলাকার অবসরপ্রাপ্ত সেনাবাহিনী সদস্য সার্জেন্ট মোহাম্মদ আবু সুফিয়ানের বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানান, ডাকাতদল দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দেখিয়ে শিশুদের গলা চেপে ধরে পরিবারের ৫ সদস্যকে জিম্মি করেছে ৷ ঘরের কর্তা সেনা সদস্য সুফিয়ানকে পরনের লুঙ্গি দিয়ে হাত মুখ বেঁধে রাখে। এরপর তাদের বেঁধে মুঠোফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল।

ঘটনার বিবরণ দিয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট আবু সুফিয়ান বলেন, আমার দু’জন ছেলে চাকরি সুবাদে শহরে থাকি ৷ ঘরে আমার দুই ছেলের বউ, দুই নাতি আর আমার সহধর্মিণী ছিলেন ৷ডাকাতদল রাত দেড়টা নাগাদ দরজার তালা ভেঙে আমার রুমে ঢুকে কিছু বুঝে উঠার আগে আমার পরনের লুঙ্গি দিয়ে আমার হাত বেঁধে ফেলে ৷ এ সময় পাশের রুম থেকে আমার ছেলের বউ নাতিদের শব্দ শুনতে পাই ৷

তিনি আরও বলেন, পরবর্তীতে ডাকাতদলের সদস্য আমার দুই নাতির গলা চিপে ধরলে ছেলের বউরা চিৎকার দিলে তাদের বেধড়ক চড়-থাপ্পড় ও মারধর করে ৷ কানের দুল জোর করে নেয়ার জন্য প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয় ছেলের বউ ৷তারা আমার পরিবারের সদস্যদের ১০ ভরি স্বর্ণ, ২৫ হাজার ৭০০ টাকা, ৪টি মুঠোফোন নিয়ে যায় ৷ রের ভেতর ৭ জন ডাকাত প্রবেশ করলেও বাইরে আরও কয়েকজন পাহারায় ছিল। ডাকাতেরা চলে যাওয়ার সময় সবার রুমের দরজা বন্ধ করে দিয়ে যায়- কিন্তু আমার স্ত্রীর রুমের দরজা খোলা ছিল৷ সে সবার দরজা খুলে পুরান বাড়িতে গিয়ে আশ্রয় নিই৷

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ডাকাতির ঘটনা শোনা মাত্রই রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছি৷ মৌখিকভাবে সকল তথ্য নোট করে নিয়েছি৷ সকালেও পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ এখনও এ বিষয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।


Related posts

হাটহাজারীতে ডাকাতের গুলিতে সেনাসদস্য আহত

Mohammad Mustafa Kamal Nejami

চট্টগ্রামে করোনায় প্রথম মৃত্যু

Mohammad Mustafa Kamal Nejami

কক্সবাজারের মহেশখালীতে মাদকদ্রব্য ধ্বংস করলো ম্যাজিস্ট্রেট

Chatgarsangbad.net

Leave a Comment