বাংলাদেশসব খবর

পল্লবীতে যুবদল নেতাকে হত্যা

পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া

রাজধানী ঢাকার পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর পল্লবী থানার পেছনে সি ব্লক এলাকায় এই গুলির ঘটনা ঘটে। পরে লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাত ৮টায় পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান গোলাম কিবরিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, তিনি পল্লবী থানা যুবদলের নেতা ছিলেন। তবে কে বা কারা গুলি করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

পুলিশ সূত্রে জানা যায়,  সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পল্লবী সেকশন-১২-এ অবস্থিত বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে বসে থাকা অবস্থায় পল্লবী থানা যুবদল সদস্যসচিব গোলাম কিবরিয়াকে মোটরসাইকেলযোগে এসে তিনজন দুর্বৃত্ত ভেতরে ঢুকে তার মাথা, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে ৭ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানান, গুলিবিদ্ধ কিবরিয়াকে মুমূর্ষু অবস্থায় সোহরাওয়াদী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকার খবর/রাজধানীর খবর/ বাংলাদেশের খবর/চাটগাঁর সংবাদ


Related posts

সর্বজনীন পেনশন স্কিম সমন্বয় কমিটির কর্মশালা অনুষ্ঠিত

Chatgarsangbad.net

২০২৩ সালে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা, নিবন্ধন শুরু

Chatgarsangbad.net

পরিবহন শ্রমিকদের জন্য স্মার্ট কর্মসূচি গ্রহণের আহ্বান

Chatgarsangbad.net

Leave a Comment