আন্তর্জাতিকবাছাইকৃত খবরসব খবর

সৌদি আরবে বাস দুর্ঘটনায় ৪৫ ভারতীয় ওমরা হাজী নিহত 

সৌদিআরব

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার কাছে সোমবার একটি বাস দুর্ঘটনায় অন্তত ৪৫ জন ভারতীয় মুসলিম ওমরা হাজীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন।

গৌরব উপ্পল নামের তেলেঙ্গানা রাজ্যের এক জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)–কে জানান, মক্কা থেকে মদিনার পথে যাত্রীবাহী বাসটি মহাসড়কে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে পড়ে। বাসটিতে মোট ৪৬ জন যাত্রী ছিলেন।

উপ্পল বলেন, “দুর্ঘটনায় তেলেঙ্গানার প্রায় ৪৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, আর একজন আহত হয়েছেন।” তিনি বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন এবং সৌদি আরবে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছেন।

হায়দরাবাদে ফ্লাই জোন ট্রাভেল এজেন্সির অফিসের সামনে নিহতদের স্বজনরা জড়ো হয়ে তাদের প্রিয়জনদের সম্পর্কে তথ্য জানতে চেষ্টা করছেন।

ঘটনাটি নিয়ে সৌদি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের পুলিশ প্রধান বিষ্ণুনাথ চন্নাপ্পা সাজ্জনার জানিয়েছেন, প্রাথমিক তথ্যে জানা গেছে নিহতদের অন্তত ১৮ জন হায়দরাবাদের বাসিন্দা।

তিনি বলেন, বেশিরভাগ হতাহত একই পরিবারের দুইটি পরিবারের সদস্য। আহত যাত্রীর নাম মোহাম্মদ শোয়াইব।

সাজ্জনার সাংবাদিকদের বলেন, “আমি ভারতের কনসাল জেনারেলের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য জেনেছি। বাসটিতে ৪৬ জন ছিলেন এবং মাত্র একজন যাত্রী আহত অবস্থায় বেঁচে গেছেন।”

তিনি আরও জানান, সৌদি আরবে যাত্রীরা যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে গিয়েছিলেন, সেই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখছে পুলিশ।

সূত্র : ডেইলি সাবাহ্

সৌদিআরবের খবর / চাটগাঁর সংবাদ


Related posts

জোহানেসবার্গে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Chatgarsangbad.net

সাউথ এশিয়ান রিজিওয়ানাল হাব কর্মশালায় অংশগ্রহণ করবেন মেয়র জোবায়ের ও চেয়ারম্যান বিজয় কুমার

Chatgarsangbad.net

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment