আইন আদালতটপ নিউজবাছাইকৃত খবরসব খবর

গ্রেপ্তারের দিন থেকে সাজা কার্যকর : অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ঘোষিত সাজা আসামি যেদিন গ্রেপ্তার হবে সেদিন থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানান—

  • মামলার দুজন আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
  • একজন রাজস্বাক্ষী হওয়ায় তাকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
  • শেখ হাসিনার বিরুদ্ধে থাকা ৫টি অভিযোগের মধ্যে ৩টিতে সাজা দেয়া হয়েছে।

অ্যাটর্নি জেনারেল বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকার সবধরনের আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেবে বলে তিনি আশা করেন। তার মতে, এ রায়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি যুগান্তকারী সিদ্ধান্ত, যা ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চাটগাঁর সংবাদ/বাংলাদেশের খবর

 

 


Related posts

এবার হজ করতে পারবেন সাড়ে ৭৮ হাজার বাংলাদেশি

Mohammad Mustafa Kamal Nejami

সাবেক সংসদ ফজলে করিমকে ট্রাইব্যুনালে হাজির

Chatgarsangbad.net

ফটিকছড়িতে টিলা কেটে কৃষিজমি ভরাটের অপরাধে ৩ লাখ টাকা দণ্ড

Chatgarsangbad.net

Leave a Comment