
প্রবাস ডেস্ক: মালয়েশিয়ার জোহর রাজ্যে অবৈধ অভিবাসনবিরোধী অভিযানের অংশ হিসেবে একটি প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়ে ১২৩ জন অবৈধ বিদেশি শ্রমিককে আটক করেছে ইমিগ্রেশন দপ্তর। রোববার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে জোহর অভিবাসন বিভাগ এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, গত ১৪ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশন এবং সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার যৌথ অভিযানে কারখানাটিতে বিপুল সংখ্যক বিদেশি কর্মীকে বৈধ পাস ছাড়াই কাজ করানোর প্রমাণ মেলে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাংলাদেশের ৪৫ জন, মিয়ানমারের ৭১ জন, ভারতের ৪ জন, নেপালের ২ জন এবং পাকিস্তানের ১ জন।
কর্তৃপক্ষ জানিয়েছে, আটক শ্রমিকদের অনুমতি ছাড়া কাজ করা, বৈধ নথি প্রদর্শনে ব্যর্থ হওয়া এবং অভিবাসন আইন ১৯৫৯/৬৩ ও অভিবাসন বিধিমালা ১৯৬৩ লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে শ্রমিক নিয়োগে জড়িত থাকার অভিযোগে কারখানার স্থানীয় মানবসম্পদ ব্যবস্থাপককেও আটক করা হয়েছে।
অভিযানের সময় কারখানায় বিশৃঙ্খলা তৈরি হয়; কয়েকজন শ্রমিক পালানোর চেষ্টা করলেও এনফোর্সমেন্ট সদস্যদের দ্রুত পদক্ষেপে তা ব্যর্থ হয়। আটক সবাইকে আরও তদন্তের জন্য সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে।
জোহর ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ শ্রমিক নিয়োগ ও তাদের আড়াল করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর অভিযান চলমান থাকবে এবং আরও জোরদার করা হবে।
মালয়েশিয়ায় বাংলাদেশি আটক/প্রবাস খবর/ চাটগাঁর সংবাদ/সিটিজিনিউজ
