চট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

চন্দনাইশে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন এড. নাজিম


বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মো. নাজিম উদ্দীন চৌধুরী বলেছেন, চট্টগ্রাম-১৪ আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে অতীতে যারা উন্নয়ন করেছে তারা বিএনপির কর্মসূচী বাস্তবায়ন করেছেন। তাদের ব্যক্তিগত কোনো কর্ম নয়। এই আসনে বিশ্ব মান উন্নয়ন বিএনপির আমলে হয়েছে। চন্দনাইশে ধানের শীষ প্রতীক না পেলে নেতা কর্মীদের রক্ত খরন হবে। যারা বিএনপির কবর রচনা করবেন বলেছিল, তাদের পক্ষে নির্বাচন করা মেনে নেবে না নেতাকর্মীরা। চরবরমা এলাকায় অবৈধ বালু ব্যবসায়ীদের বাঁধা দিতে গিয়ে ১৭ জন নেতাকর্মী মামলার শিকার হয়েছেন। তাদের ব্যাপারে সঠিক পদক্ষেপ নিয়ে মামলার দায় হতে অব্যাহতি দেয়ার জন্য থানা অফিসার ইনচার্জের সু-দৃষ্টি কামনা করেন।

১৪ নভেম্বর (শুক্রবার) বিকালে উপজেলার বরমা ধামাইরহাটে বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে তারেক রহমানের ঘোষিত ২০২৩ সালের কর্মসূচি বর্তমান অন্তবর্তীকালীন সরকার সংস্কার কমিশনের মাধ্যমে বাস্তবায়ন করছেন। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, বেকারত্ব দূর হবে।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি নেতা যথাক্রমে আবদুল মাবুদ মাবু, জসিম উদ্দীন চৌধুরী মিন্টু, ইউনুছ গণি বাবুল, জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম খাঁন, মনজুর আলম চৌধুরী, আল মোহাম্মদ হিরু, কামাল উদ্দীন, আবদুর রহিম চৌধুরী, এখলাস চৌধুরী, ফরিদুল আলম, নুরুল ইসলাম, খোরশেদ আলম চৌধুরী, আহমদ কবির চৌধুরী, নেচার উদ্দীন চৌধুরী, মাহফুজ উদ্দীন, লোকমান হাকিম, মো. ফারুক, মো. তামিম, মো. সম্রাট প্রমূখ।


Related posts

‘চট্টগ্রামের ছাত্রসমাজকে মুক্তিযুদ্ধের পক্ষে ঐক্যবদ্ধ করেছিলেন এম. এ. মান্নান’

Chatgarsangbad.net

২৪ ঘন্টা পার হলেও উদ্ধার হয়নি নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী,হালদার পাড়ে হতাশায় বাবা

Chatgarsangbad.net

চুয়েটের ৯ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment