বাছাইকৃত খবরবাংলাদেশ

আজ থেকে নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ


নিউজ ডেস্ক: আজ থেকে বাংলাদেশ পুলিশের নতুন ইউনিফর্ম চালু হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার থেকে সব পুলিশ সদস্য নতুন পোশাক পরার কথা থাকলেও, প্রাথমিকভাবে সীমিত পরিসরে এটি বিতরণ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সব সদস্যের জন্য পোশাক এখনও প্রস্তুত না হওয়ায় প্রথম ধাপে কিছু কর্মকর্তাকে নতুন ইউনিফর্ম দেওয়া হয়েছে।

শুরুতে মেট্রোপলিটন ও বিশেষ ইউনিটের সদস্যরা নতুন পোশাক পাচ্ছেন, পরে ধাপে ধাপে দেশের সব পুলিশ সদস্যের কাছে এটি পৌঁছে যাবে।

নতুন ইউনিফর্মে গাঢ় নীল ও সবুজ রঙের পরিবর্তে লোহার রঙ ব্যবহার করা হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ সব মেট্রোপলিটনে নতুন পোশাক চালু হচ্ছে, পরে অন্যান্য ইউনিটেও তা প্রসারিত হবে।

জুলাই মাসের অভ্যুত্থানের পর পুলিশ বাহিনী সমালোচনার মুখে পড়ে। সেই সময় বাহিনীর সংস্কার ও ইউনিফর্ম পরিবর্তনের দাবি ওঠে। সরকারের অনুমোদনের পর নতুন পোশাক চালু করা হলো।


Related posts

‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ পেলেন ২৮ কর্মকর্তা ও ২ প্রতিষ্ঠান

Chatgarsangbad.net

ফিতনা-ফ্যাসাদ সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকতে বললেন তথ্যমন্ত্রী

Chatgarsangbad.net

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামিকাল

Chatgarsangbad.net

Leave a Comment