ক্রিকেটটপ নিউজসব খবর

রাইজিং স্টার্স এশিয়া কাপ : বাংলাদেশ এ দলের সহজ জয়

রাইজিং স্টার্স এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট

ওপেনার হাবিবুর রহমান সোহানের বিধ্বংসী সেঞ্চুরিতে জয় দিয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করল বাংলাদেশ’এ দল।

শনিবার (১৫ নভেম্বর, ২০২৫) ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ৫৪ বল হাতে রেখে বাংলাদেশ ৮ উইকেটে হারিয়েছে হংকংকে। ১৪ বলে হাফ-সেঞ্চুরি এবং ৩৫ বলে সেঞ্চুরি তুলে ১০০ রানে অপরাজিত থাকেন সোহান। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটি ও দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন সোহান।

দোহাতে টস জিতে প্রথমে হংকংকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় বাংলাদেশ ‘এ’ দল। বাবর হায়াতের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ রান করে হংকং। ৬টি চার ও ৩টি ছক্কায় ৪৯ বলে ৬৩ রান করেন বাবর।

এছাড়া অধিনায়ক ইয়াসিম মুর্তাজা ২২ বলে ৪০ এবং কিঞ্চিৎ শাহ ৪ বলে ২০ রান করেন। বল হাতে বাংলাদেশের রিপন মন্ডল-এসএম মেহরব ২টি করে উইকেট নেন।

১৬৮ রানের টার্গেটে খেলতে নেমে সোহানের আগুন ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ১০৭ রান তুলে বাংলাদেশ। মাত্র ১৪ বল খেলে ইনিংসের তৃতীয় ওভারে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সোহান। এসময় ৪টি চার ও ৬টি ছক্কা মারেন তিনি। হাফ-সেঞ্চুরির পুরো রানই বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে তুলেছেন সোহান।

পাওয়ার প্লে শেষে সোহানের রান ছিল ৭ চার ও ১০ ছক্কায় ২৫ বলে ৮৮। এক্ষেত্রেও বাউন্ডারি ও ওভার বাউন্ডারির বাইরে কোন রান নেননি তিনি। অবশেষে সপ্তম ওভারে গিয়ে প্রথম সিঙ্গেল রান নেন সোহান। এরপর ১১তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন সোহান। এজন্য ৩৫ বল খেলেছেন তিনি।

১১তম ওভারের শেষ ৫ বলে ৫ ছক্কায় বাংলাদেশকে জয়ের বন্দরে নেন অধিনায়ক আকবর আলি। ১১ ওভারে ২ উইকেটে ১৭১ রান তুলে জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

৮টি চার ও ১০টি ছক্কায় ৩৫ বলে ১০০ রানে অপরাজিত থাকেন সোহান। ৬ ওভার বাউন্ডারিতে ১৩ বলে অপরাজিত ৪১ রান করেন আকবর। ম্যাচ সেরা হন সোহান।

আগামী ১৭ নভেম্বর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল।

চট্টগ্রামের খবর/ বাংলাদেশের খবর/ চট্টগ্রাম প্রতিদিন/চাটগাঁর সংবাদ/ খেলার খবর


Related posts

ভারতকে হারিয়ে সপ্তম স্থানে বাংলাদেশ

Chatgarsangbad.net

বাংলাদেশকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের সেমিতে আফগানিস্তান

Chatgarsangbad.net

নিজের শেষ নির্বাচন নিয়ে ফখরুলের আবেগঘন বার্তা

Ariyan Chowdhury

Leave a Comment