অন্যান্যচট্টগ্রামদক্ষিণ চট্টগ্রামবাছাইকৃত খবরবাংলাদেশ

সাতকানিয়ায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত।


আব্দুল্লাহ্ আল মারুফ >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রথম দিন ১৭ ইউনিয়নের মধ্যে ৫ টি ইউনিয়নের ইউপি সদস্যদের নিয়ে উপজেলা প্রশাসন হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।স্থানীয় সরকার বিভাগের অধীনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায়,ও সাতকানিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায়,এ প্রশিক্ষণ দেওয়া হয়।প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, গ্রামীণ জনগোষ্ঠীর ন্যায়বিচারে সহজ প্রবেশাধিকার নিশ্চিতকরণ এবং স্থানীয় বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকরা জানান, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ইউনিয়ন পরিষদ পর্যায়ে গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনবান্ধব করা, যাতে সাধারণ মানুষ মামলা-মোকদ্দমার ঝামেলা ছাড়াই দ্রুত ন্যায়বিচার পেতে পারে।এসময় গ্রাম আদালত বিষয়ক সাতকানিয়া উপজেলা সমন্বয়কারী অফিসার জানে আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন,সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি)সামসুজ্জামান,সাতকানিয়া থানার তদন্ত অফিসার মোহাম্মদ সুদীপ্ত রেজা।এসময় সহকারী কমিশনার ভূমি সামসুজ্জামান বলেন,স্থানীয় সরকার বিভাগের অধীনে ইউপি সদস্যদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মূলত, আদালতে মামলা জট কমাতে গ্রাম আদালতকে সক্রিয় করতে সরকারের এই উদ্যোগ।ইউপি সদস্যরা সরকার তাদের কতটুকু ক্ষমতা দিয়েছে, সালিসি তাদের কী কাজ তা অনেকে জানেননা। ফলে সারাদেশে এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।আশা করি প্রশিক্ষণ শেষে ইউপি সদস্যরা নিজ নিজ এলাকায় তা বাস্তবায়নের চেষ্টা করবেন।


Related posts

মহেশখালীতে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত ব্যাপক ক্ষয়ক্ষতি

Md Maruf

আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ

Mohammad Mustafa Kamal Nejami

জোয়ারা-কাঞ্চনাবাদ বাদামতল ব্যবসায়ী সমিতির কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

Chatgarsangbad.net

Leave a Comment