চট্টগ্রামবাছাইকৃত খবরমহানগর

আগ্রাবাদ ও হালিশহর বিদ্যুৎ বিতরণ বিভাগে দুদকের অভিযান


নিউজ ডেস্ক: নানা অনিয়মের অভিযোগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের আওতাধীন নগরীর বিক্রয় ও বিতরণ বিভাগ আগ্রাবাদ ও হালিশহর দপ্তরে অভিযান চালিয়েছে দুদক।

প্রতিষ্ঠান তিনটি হচ্ছে- পিএসডিসি ইউইসিসি এসি জেবি, পিএসডিসি ইউইসিসি জেবি ও মেসার্স সোহেল ইনকর্পোরেশন।

আজ রবিবার (৯ নভেম্বর) দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক সায়েদ আলনের নেতৃত্বে দুদকের একটি টিম অভিযানটি পরিচালনা করেন।

দুদক সূত্র জানায়, অভিযানে বিক্রয় ও বিতরণ বিভাগের আগ্রাবাদ ও হালিশহর দপ্তরে সংরক্ষিত দরপত্র-সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করা হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য নেয়া হয়। টিম দরপত্রে অংশ নেয়া প্রতিটি প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেনের পরিমাণ (টার্নওভার), ব্যাংক ঋণসীমা, কাজের অভিজ্ঞতার সনদ, সরবরাহ ও সম্পাদিত কাজের নথি, গুণগত মান নিয়ন্ত্রণ সনদ, প্রস্তুতকারকের অনুমতিপত্র ইত্যাদি খতিয়ে দেখে।

দুদক কর্মককর্তা সায়েদ আলম বলেন, অভিযোগের প্রেক্ষিতে আরো রেকর্ডপত্র চাওয়া হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে।

 


Related posts

চট্টগ্রাম ইপিজেডে বাসে আগুন

Chatgarsangbad.net

ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মনজুটি ক্লাবের পরিচিতি সভা

Chatgarsangbad.net

আসহাব সিরাজ পলিটেকনিক ইন্সটিটিউটের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Chatgarsangbad.net

Leave a Comment