Uncategorizedচট্টগ্রামদক্ষিণ চট্টগ্রামবাংলাদেশ

দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ তিন যুবক গ্রেফতার


রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি >>> চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, চারটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (৬ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিমের নেতৃত্বে ১০নং পদুয়া ইউনিয়নের ভান্ডারীগেইট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতাররা হলেন— মোঃ নাছির, মোঃ বিটু ও মাহবুব আলম।অভিযানকালে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটার গান), চারটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।এ বিষয়ে ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ভান্ডারীগেইট এলাকায় চেকপোস্ট বসাই। ওই সময় সন্দেহভাজন মোটরসাইকেল আটক করে তল্লাশি চালালে তাদের হেফাজত থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার বলেন, চট্টগ্রাম জেলার প্রতিটি থানায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। কোনো অবস্থাতেই অপরাধীদের ছাড় দেওয়া হবে না।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে আরও পূর্বের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য যাচাই করা হচ্ছে।


Related posts

চার শিক্ষার্থী অপহরণ চক্রের অন্যতম আসামি গ্রেপ্তার

Shahidul Islam

আন্তর্জাতিক বিশ্বতানের বর্ষাবরণ উৎসব

Saddam Hossain

শিকলবাহা ইউনিয়নে আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Chatgarsangbad.net

Leave a Comment