আজ ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম ৯ আসনের প্রার্থীর নাম ঘোষণার পরেই প্রত্যাহার


নিউজ ডেস্ক: চট্টগ্রাম ৯ আসনের প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ানের নাম ঘোষণার কিছুক্ষণ পরেই প্রত্যাহার করে নেয়া হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

এসময় চূড়ান্ত প্রার্থীদের নাম পড়ে শোনান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি চট্টগ্রাম ৯ আসনের প্রার্থী হিসেবে আলহাজ্ব আবু সুফিয়ানের নাম ঘোষণা করেন। কিন্তু এর ৫ মিনিট পর তিনি এই আসনের প্রার্থীর নামটি স্থগিত করে বলেন, এই আসনের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে।

তবে ওই আসনে বেশ কিছু দিন ধরে সম্ভাব্য প্রার্থী হিসেবে একজন খেলোয়াড়কে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। সম্ভবত তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল হতে পারেন বলে ধারণা করছেন অনেকে। তবে নিশ্চিত হওয়ার জন্য আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হবে হয়তো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর