আজ ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক ডিওএএস-এর শান্তি অনুষ্ঠান সম্পন্ন


নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ডিওএএস-এর শান্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১ নভেম্বর) এই শান্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

টীম আন্তর্জাতিক বিশ্বতানের পক্ষ থেকে আন্তর্জাতিক ডিওএএস-এর চেয়ারম্যান শামসুল হুদা আহমেদকে সম্মাননা প্রদান প্রদর্শিত স্বরূপ আন্তর্জাতিক বিশ্বতান এর এম্বাসাডর।

উপস্হিত ছিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় কিংবদন্তি নজরুল সঙ্গীত শিল্পী ফাতিমা তুজ জোহরার।

আন্তর্জাতিক বিশ্বতান উপদেষ্টা মন্ডলীদের পক্ষ থেকে এম্বাসাডর কার্ড প্রদান করেন উপদেষ্টা আবৃত্তিশিল্পী নাহিদ আক্তার নাজু ও উপদেষ্টা এপেক্সন সালাউদ্দীন কাদের লাভলু। অন্যান্য উপদেষ্টারা হলেন কন্ঠ শিল্পী এস.বি সুমি সুফিয়ান, রোটারিয়ন এস.এম আজিজ ও হাজী সাঈদুর রহমান খোকন।

আন্তর্জাতিক বিশ্বতান এর পক্ষ পরিচালনা পর্ষদ থেকে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিশ্বতান এর প্রতিষ্ঠাতা সভাপতি নরেণ সাহা,সাধারণ সম্পাদক অপর্ণা রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নিভূ সেন ও সহ-সাংগঠনিক সম্পাদক স্বরূপা দাশ সুমি প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর