আজ ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ৬ কিলোমিটারজুড়ে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ৬ কিলোমিটারজুড়ে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ৬ কিলোমিটারজুড়ে যানজট


নারায়ণগঞ্জে অসুস্থ এক নারী শ্রমিককে ছুটি না দেওয়ায় চিকিৎসার অভাবে মৃত্যুর অভিযোগ তুলে পোশাক শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টার পর থেকে বন্দর উপজেলার মদনপুর এলাকায় শ্রমিকরা এ অবরোধ শুরু করেন। এতে চট্টগ্রামমুখী লেনে প্রায় ৬ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

কী ঘটেছিল

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার ‘লারিস ফ্যাশন’ নামে একটি পোশাক কারখানার নারী শ্রমিক অসুস্থ অবস্থায় কয়েকদিন ধরে ডিউটি করছিলেন। গতকাল তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে ছুটির আবেদন করেন, কিন্তু কর্তৃপক্ষ তা মঞ্জুর না করে তাকে কাজ চালিয়ে যেতে বাধ্য করে।

একপর্যায়ে তিনি ফ্যাক্টরির ফ্লোরে লুটিয়ে পড়লে সহকর্মীরা দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শ্রমিকদের অভিযোগ ও দাবি

অবরোধে অংশ নেওয়া শ্রমিকদের দাবি, অসুস্থ সহকর্মীর মৃত্যুর জন্য কারখানা কর্তৃপক্ষই দায়ী। তারা জানান,  ‘ছুটি না দেওয়ার কারণে সঠিক চিকিৎসা পায়নি, তাই মারা গেছে।’
তারা মালিকপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন।

কোম্পানির বক্তব্য

এ বিষয়ে যোগাযোগ করলে লারিস ফ্যাশন কোম্পানির সিইও শিমুল বলেন, ‘আমাদের শ্রমিক অসুস্থ হয়ে পড়লে আমরা তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠাই। পরে তার অবস্থা খারাপ হলে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, কিন্তু সেখানে তিনি মারা যান। এতে আমাদের কোনো গাফিলতি নেই। আমরা সর্বাত্মক চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ‘মৃত্যুর পর সব দাফন কার্যক্রম কোম্পানির পক্ষ থেকে করা হয়েছে। পরিবারকে সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে। ওই ফ্লোরের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবুও শ্রমিকরা আন্দোলনে নেমেছেন।’

পুলিশের অবস্থান

বিষয়টি নিয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন,

“সহকর্মীর মৃত্যুর ঘটনায় শ্রমিকরা মালিকপক্ষকে দায়ী করে মহাসড়ক অবরোধ করেছে। আমরা শ্রমিকদের সঙ্গে আলোচনা করছি। ঘটনাস্থলে জেলা, হাইওয়ে ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মোতায়েন রয়েছে।”

পরিস্থিতি আপাতত উত্তেজনাপূর্ণ

দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহনের চালকরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছে। তবে বিকেল পর্যন্ত অবরোধ চলছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশের খবর/ চট্টগ্রাম প্রতিদিন, চট্টগ্রামের খবর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর