
আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা ৯ নং ওয়ার্ডের উদ্যোগে- রাজনীতিতে নারীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩১ অক্টোবর) রাত ৮ টার দিকে,পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এর আয়োজন করা হয় । পৌর বিএনপি নেতা মোঃ ইউসুফের সভাপতিত্বে, দিদারুল ইসলাম এর সঞ্চালনা,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য শেফায়েত ঊল্লাহ চক্ষু, ও পৌরসভা বিএনপি’র আহবায়ক প্রার্থী নুরুল আফসার, সমাপনী দিবসে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা সাবেক ছাত্রনেতা নাসির উদ্দিন , অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আবসার, রাজামিয়া ,আরমান, সালেহা বেগম, রাশেদা বেগম, মনিরা খাতুন সহ পৌরসভা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে শেফায়েত ঊল্লাহ চক্ষু বলেন- জনগোষ্ঠীর অর্ধেক যেখানে নারী ,সেখানে নারীকে রাজনীতি ও সমাজ জীবন থেকে বিচ্ছিন্ন করে ,কোনদিনও একটি দেশ উন্নতির শিখরে আরোহন করতে পারবে না ,তাই নারীকে ঘর বন্দি না রেখে , রাজনীতির নেতৃত্বে সহ-সমাজের সর্বক্ষেত্রে নারীকে প্রতিষ্ঠিত হতে হবে ।এই জন্য গণতন্ত্রের মানস কন্যা বেগম খালেদা জিয়া নারীর উন্নয়নে, নারীর ক্ষমতায়নে যথেষ্ট ভূমিকা রেখেছেন ।তিনি নারী শিক্ষার মান উন্নয়নের জন্য, নারীকে স্কুলমুখী করার লক্ষ্যে বৃত্তি প্রথা চালু সহ বহুবিদ কার্যকরী পদক্ষেপ নিয়েছিলেন, যার কারনে মহিলারা আজও খালেদা জিয়ার কথা শুনলে মনে প্রাণে দোয়া করেন।
