
নিউজ ডেস্ক: আসন্ন সিসিএস মেয়র চ্যালেন্জ কাপ ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল কমিটি, ২০২৫ এ ভাইস-চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন তরুণ আইনজীবী ও রাজনীতিবিদ অ্যাডভোকেট মোহাম্মদ ওমর চৌধুরী।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে তিনি বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত এবং চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে নিয়মিত আইনচর্চা করে আসছেন।
অ্যাডভোকেট ওমর চৌধুরী রাজনৈতিক ও সামাজিকভাবে সুপরিচিত এক স্বনামধন্য পরিবারে জন্মগ্রহণ করেছেন। তাঁর পিতা প্রয়াত বিএনপি নেতা আব্দুল গাফফার চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। বড় ভাই ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী বর্তমানে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রতিক্রিয়ায় এডভোকেট ওমর চৌধুরী বলেন, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। ক্লাবের ক্রীড়া ও ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমি সম্পূর্ণ নিষ্ঠা, উদ্যম ও অভিজ্ঞতা দিয়ে কাজ করব। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে নৈতিকতা, নেতৃত্ব ও সততার শিক্ষা দেওয়াই আমার মূল লক্ষ্য। সমর্থক ও ক্লাব সদস্যদের সহযোগিতা পেলে আমরা চট্টগ্রামের ফুটবলে নতুন জাগরণ আনতে পারব।
ক্লাব কর্মকর্তারা মনে করছেন, তরুণ ও উদ্যমী এই নেতা তাঁর অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও ইতিবাচক মনোভাব দিয়ে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল বিভাগকে নতুন দিশা ও শক্তিশালী ভিত্তি প্রদান করতে সক্ষম হবেন।
Leave a Reply