সৈয়দ শিবলী ছাদেক কফিল:
চট্টগ্রাম-১৪ আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও অঙ্গ সংগঠনসমুহের সাবেক ও বর্তমান নেতাদের প্রীতি সমাবেশে বক্তারা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি বিশেষ মহলকে বিশেষ সুযোগ দিয়ে বহু অনিয়ম- দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। ঐ বিশেষ মহলটি দেশের সুনাম ক্ষুন্ন করছে। ইসলাম তথা সুন্নীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সুন্নীরা ইসলাম ও দেশের অতন্দ্র প্রহরী। সুন্নীরা বন্যার পানিতে ভেসে আসা কচুরিপানা নয়, যে টোকা দিলেই চলে যাবে। হযরত শাহ জালাল ইয়ামেনী (রহ.), শহীদ তিতুমীর, শহীদ লিয়াকত, শহীদ হালিমের পথ অনুসরণ সব ষড়যন্ত্র, সন্ত্রাস, অপরাধ প্রতিরোধ করবে এ দেশের সুন্নী মুসলিম জনতা।
Leave a Reply