সৈয়দ শিবলী ছাদেক কফিল:;
চট্টগ্রাম-১৪ আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও অঙ্গ সংগঠনসমুহের সাবেক ও বর্তমান নেতাদের প্রীতি সমাবেশে বক্তারা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি বিশেষ মহলকে বিশেষ সুযোগ দিয়ে বহু অনিয়ম- দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। ঐ বিশেষ মহলটি দেশের সুনাম ক্ষুন্ন করছে। ইসলাম তথা সুন্নীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সুন্নীরা ইসলাম ও দেশের অতন্দ্র প্রহরী। সুন্নীরা বন্যার পানিতে ভেসে আসা কচুরিপানা নয়, যে টোকা দিলেই চলে যাবে। হযরত শাহ জালাল ইয়ামেনী (রহ.), শহীদ তিতুমীর, শহীদ লিয়াকত, শহীদ হালিমের পথ অনুসরণ সব ষড়যন্ত্র, সন্ত্রাস, অপরাধ প্রতিরোধ করবে এ দেশের সুন্নী মুসলিম জনতা।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট- চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ ফয়েজ উল্লাহ খতিবীর সভাপতিত্বে ও কাজী আমিনুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ অধ্যক্ষ স উ ম আব্দুস সামাদ। উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব এম এ আউয়াল। প্রধান বক্তা ছিলেন খ্যাতিমান বক্তা আল্লামা এনাম রেজা। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সভাপতি আল্লামা ফেরদৌস আলম কাদেরী, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আল্লামা সোলাইমান ফারুকী, পীরে তরীকত আল্লামা আশিকুর রহমান হাফেজনগরী, মাওলানা মুখতার হোছাইন শিবলী, মাওলানা আবু তালেব, মাওলানা আব্দুল মুত্তালিব ছিদ্দিকুন্নবী, মুহাম্মদ শহীদুল ইসলাম, মুহাম্মদ এহসান উদ্দীন, জাবেদ হোসাইন জাকির, মো: রাজিব হোসেন রিফাত, মোহাম্মদ মিজানুর রহমান, মো: আয়ুব আলী, মাওলানা কাশেম আনসারী, আলহাজ্ব মাওলানা সোহাইল উদ্দীন আনসারী, আলমগীরুল ইসলাম বঈদী, মোছালেম উদ্দীন, মাওলানা আবু নাঈম রেজভী, মাওলানা আব্দুল গফুর রব্বানী, কলিম উদ্দীন, সরওয়ার উদ্দিন প্রমুখ।
Leave a Reply