ইউ.ডি.উজ্জ্বল : চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকার মহাজনঘাটায় সার্বজনীন হরিপদ মহাজন মহাশ্মশান ও কালী মন্দিরের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দীপাবলী উৎসব উপলক্ষে আগামী ২০ থেকে ২৩ অক্টোবর ৪ দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় মাঙ্গলিক অনুষ্ঠান আয়োজনের মধ্যে থাকছে শ্রীশ্রী চণ্ডীপাঠ, গীতাপাঠ, সঙ্গীতা অনুষ্ঠানসহ অষ্টপ্রহরব্যাপী, তারকব্রহ্ম মহানাম সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণ।
উৎসব উদযাপন পরিষদের সভাপতি সৈকত মহাজন সাজু,সাধারণ সম্পাদক সুজন মজুমদার মনি,অর্থ সম্পাদক মান্না শীল,সহ-অর্থ সম্পাদক কাঁকন শীল,হিসাব রক্ষক ধ্রুব শীল,পূজা সম্পাদক সন্জয় শীল, নাম সংকীর্তন সম্পাদক সুধীর শীল বালি দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় মাঙ্গলিক আয়োজনে ভক্ত বৃন্দদের মন্দির প্রঙ্গণে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন দীপিকা সংঘ কার্যকরি পরিষদের সভাপতি এড.মোহন লাল মহাজন ও সাধারণ সম্পাদক উত্তম শীল।
Leave a Reply