আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গভীর রাতে আওয়ামী লীগের স্লোগান দিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের চৌমুহনী বাজারস্থ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জুঁইদণ্ডীর পেটু মিয়ার ছেলে আব্দুল কাদের (৫০), মোস্তাকের ছেলে আরিফ (২০) এবং আব্দুল কাদেরের ছেলে আব্দুল খালেক (২৮)।
জানা যায়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ পলাতক শীর্ষ আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যানদের নির্দেশে জুঁইদন্ডী ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের শতাধিক কর্মী লাঠিসোঁটা নিয়ে অবস্থান করেন এবং সরকার বিরোধী স্লোগান দেন ৷
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করলে লাঠিসোঁটা পেলে পালিয়ে যায় আওয়ামী লীগের কর্মীরা ৷ওইসময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ৬৮ জনের নাম উল্লেখসহ আরো ৬০/৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করা হয়।
এ মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান, পিএস রিদওয়ানুল করিম সায়েম, সাবেক চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, মাষ্টার ইদ্রিস, আমীন শরীফ, ইয়াছিন হিরুসহ ৬৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, রাতের অন্ধকারে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জনগণের ক্ষতিসাধন ও নাশকতার উদ্দেশ্যে ইটপাটকেল, লাঠিসোঁটা ও কিরিচ নিয়ে অবস্থান করেন এবং সরকার বিরোধী স্লোগান দিয়ে উগ্রতা প্রদর্শন করেন শতাধিক আওয়ামী লীগের লোকজন ৷ পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। এসময় তাদের থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারের অভিযান চলছে।
Leave a Reply