আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

লোহাগাড়ায় বাসের চাপায় প্রাণ গেল ২ বাইক আরোহীর


নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদের পুরান বিওসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কক্সবাজারগামী মোটরসাইকেলকে চট্টগ্রামগামী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে। তবে ঘাতক বাস আটক বা চিহ্নত করা যায় নি।

নিহতরা হলেন- কুমিল্লার ছৌদ্দগ্রাম থানার লক্ষ্মীপুর এলাকার মো. ফারুকের ছেলে মো. সোহেল রানা (২৬) ও ফটিকছড়ির ভূজপুর থানার কাজিরহাট এলাকার আবদু রহমানের ছেলে আবু বক্কর সিদ্দীক (১৪)।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহাবুব আলম জানান, ঘটনাস্থলে আমাদের সদস্যরা গিয়ে লাশ ও গাড়ি উদ্ধার করে। গাড়ি আমাদের হেফাজতে রয়েছে। লাশ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর