আজ ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে পুলিশ পরিচয়ে ঘরে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট


নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশ পরিচয়ে দুই বসতঘরে ডাকাতির অভিযোগ উঠেছে।

বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোষখীল গ্রামের আছদ আলী তালুকদার পাড়ার আবুল কাসেম ও কামরুল ইসলামের ঘরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আবুল কাসেমের জামাতা মো. মুন্না জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে ১২-১৩ জনের একটি দল মাইক্রোবাস করে এসে নিজেদের পুলিশ পরিচয় দেয়। তল্লাশির কথা বলে তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ১ ভরি ওজনের স্বর্ণের গয়না ও নগদ ১ লাখ টাকা নিয়ে নেয়।

আবু সুফিয়ান শাওন বলেন, ডাকাতদল ২টি স্বর্ণের আংটি, ৫ জোড়া স্বর্ণের দুল ও নির্মাণাধীনে ঘরের কাজের জন্য রাখা নগদ টাকা নিয়ে গেছে।

একইভাবে পার্শ্ববর্তী কামরুল ইসলামে ঘরে হানা দিয়ে ৬ আনা ওজনের স্বর্ণের গয়না নিয়ে গেছে ডাকাতদল। এই ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর