আজ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজ গ্রামের মানুষের ভালোবাসায় সিক্ত ডা. রেজাউল করিম


মীর জাহেদ (রাঙ্গুনিয়া) প্রতিনিধি >>> চট্টগ্রাম-৭(রাঙ্গুনিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা.এটিএম রেজাউল করিম বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় নিজ গ্রাম লালানগর ইউনিয়নের আকবর সিকদার পাড়ায় আয়োজিত এক উঠান বৈঠকে এলাকার মানুষের ভালোবাসায় সংবর্ধিত হয়েছেন।উঠান বৈঠকে অংশগ্রহণের পূর্বে তিনি তাঁর মা-বাবার কবর ও জামায়াত নেতা মরহুম ইলিয়াছ(রহ:) কোম্পানির কবর জিয়ারত করেন। এসময় সাথে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান।গ্রামের প্রবীন মুরব্বি হাজী ছৈয়দ আহমদ’র সভাপতিত্বে ও নিউজ টুডে’র চেয়ারম্যান জনাব রাশেদুল ইসলাম তালুকদার ও লালানগর ইউনিয়ন নির্বাচন কমিটির পরিচালক মহিউদ্দিন বাবু’র যৌথ সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান ও বাংলাদেশ সরকারের সহকারী সচিব রাঙ্গুনিয়ার কৃতি সন্তান জনাব নুরুল আবছার, রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, লালানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ মুহাম্মদ নুরুল্লাহ, সেক্রেটারী শরীফ চৌধুরী, রাজানগর ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি মাওলানা আলমগীর হোসেন,সাবেক লালানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ইমাম বখস চৌধুরী হেলাল, উপজেলা যুব ফোরামের সভাপতি জনাব সরোয়ার হোসেন, প্রকৌশলী জাহাঙ্গীর আলম, শফিউল আলম,এডভোকেট আজিম উদ্দিন (লাভলু), বিশিষ্ট ব্যবসায়ী বদিউল আলম, মুসা,মাওলানা মুসা,লালানগর যুব ফোরামের সভাপতি মুমিনুর রশিদ তালুকদার প্রমুখ সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ।এসময় এলাকার সর্বস্তরের জনসাধারণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক প্রতিনিধিগণ, যুবসমাজ ও ছাত্রসমাজের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।উঠান বৈঠকের এক পর্যায়ে উপস্থিত শ্রোতাদের মধ্য থেকে অনেকে মতামত ব্যক্ত করেন। তারা বলেন, ❝দল-মত নির্বিশেষে আমরা আমাদের এলাকার সন্তান হিসেবে ডা. এটিএম রেজাউল করিমের জন্য কাজ করে যাব। তাকে আমরা অতীতে যেভাবে আমাদের সুখে দুঃখে পাশে পেয়েছি ইনশাআল্লাহ এমপি হওয়ার পরও পাশে পাবো বলে আমরা বিশ্বাস করি।তিনি সবসময় অসহায় ও গরীব,দুঃখীর সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন,ভবিষ্যতেও তার ব্যত্যয় ঘটবে না আশা করি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর