নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন হাজিরপুল এলাকার একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে খালের পাশে দুর্গন্ধ ও লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লাশটি একজন পুরুষের। তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হবে। মৃতদেহটির বিভিন্ন অংশে পচন ধরেছে, যা দেখে ধারণা করা হচ্ছে লাশটি কয়েক দিন আগের।
বায়েজিদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। তার শরীরে বাহ্যিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ওসি আরও জানান, আমরা আশপাশের থানায় নিখোঁজ সংক্রান্ত তথ্য যাচাই করছি এবং স্থানীয়দের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছি। এ ছাড়া খালের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে, যাতে কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম হয়ে থাকলে তা চিহ্নিত করা যায়।
Leave a Reply