আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

২০২৬ সালের রোজা শুরুর সম্ভাব্য তারিখ প্রকাশ


ধর্ম ডেস্ক: জ্যোতির্বিজ্ঞানের প্রাথমিক হিসাব অনুযায়ী ২০২৬ সালে পবিত্র রমজান মাস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের অ্যাস্ট্রোনমি সোসাইটি এই তথ্য জানিয়েছে। অর্থাৎ, রমজান মাস শুরু হতে আর মাত্র ১৩৮ দিন বাকি।

সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, রমজানের নতুন চাঁদ ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকাল ৪টা ১ মিনিটে সংযুক্ত আরব আমিরাত সময়ে উদিত হতে শুরু করবে। তবে সেই সন্ধ্যায় চাঁদটি সূর্যাস্তের মাত্র ১ মিনিট পর অস্ত যাবে, ফলে ঐ সন্ধ্যায় চাঁদ দেখা অসম্ভব হবে। এই কারণে, রমজান মাস ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুরু হবে বলে অনুমান করা হচ্ছে। তবে, চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখা কমিটির পর্যবেক্ষণের ওপর নির্ভর করবে।

আল জারওয়ান আরও জানান, রমজানের শুরুতে আবুধাবিতে রোজার সময় হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, যা মাসের শেষে বেড়ে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে পৌঁছাবে। এই সময়ে দিনের দৈর্ঘ্যও ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে ১২ ঘণ্টা ১২ মিনিট পর্যন্ত বাড়বে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের রমজানের শুরুর দিকে আবুধাবিতে তাপমাত্রা থাকবে ১৬°সে. থেকে ২৮°সে. এর মধ্যে, যা উত্তর গোলার্ধের শীতের প্রভাব বহন করবে। মাসের শেষে তাপমাত্রা বাড়তে পারে ১৯°সে. থেকে ৩২°সে. পর্যন্ত, যখন বসন্ত ঋতুর আবহ এবং পশ্চিমা বাতাস অনুভূত হবে।

আল জারওয়ান জানিয়েছেন, রমজান মাস জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ ১৫ মিলিমিটার অতিক্রম করতে পারে, যা এই সময়ে আমিরাতের স্বাভাবিক মৌসুমি গড়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর