সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে পরিকল্পনা চলছে: রিজভী


নিউজ ডেস্ক: সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে অনেক পরিকল্পনা করা হচ্ছে। জনগণ জানে কোথায় থেকে এসব করা হচ্ছে, তাই সব ষড়যন্ত্র প্রতিহত করে মানুষ দুর্গাপূজা পালন করেছে। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (৪ অক্টোবর) সকালে এ্যাবের নেতৃত্বকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে জিয়া উদ্যানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, অনেক ষড়যন্ত্রের মধ্য দিয়ে, চক্রান্তের মধ্য দিয়ে এগুতে হচ্ছে বিএনপিকে।

ফেব্রুয়ারিতে জনগণ নির্বাচন, ভোটের জন্য প্রস্তুত উল্লেখ করে রিজভী বলেন, নতুন ইস্যু তৈরি করে যারা বিভ্রান্তি তৈরি করতে চায় তারা জনগণের কাছে ধরা খেয়ে গেছে৷ আমি- ডামি নয় এই সরকার একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে বলেও প্রত্যাশা করেন রিজভী।


Related posts

গ্যাস্ট্রিক থেকে রেহাই পেতে খাদ্যতালিকায় যা রাখবেন

Chatgarsangbad.net

অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া অবস্থানে এফবিসিসিআই

Chatgarsangbad.net

চট্টগ্রাম বন্দরে কোকেন: ২ জনের সাক্ষ্যগ্রহণ

Chatgarsangbad.net

Leave a Comment