আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে পূজা উদযাপন পরিষদের পূজা পরিদর্শন


সৈয়দ শিবলী ছাদেক কফিল:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ- চন্দনাইশ উপজেলা শাখার পক্ষ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করেন করেন। ৩০ সেপ্টেম্বর মহাঅষ্ঠমীর রাতে বরমা, বরকল, বৈলতলী, চন্দনাইশ পৌরসভাসহ বিভিন্ন এলাকায় পূজা পরিদর্শন করে পূণ্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মণ্ডপসমুহে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
পূজা পরিষদের নেতৃবৃন্দ সনাতন সম্প্রদায়ের নারী-পুরুষ সর্বস্তরের পূণ্যার্থীদের চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
এ সময় পূজা পরিদর্শন টিমে ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বলরাম চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী টিটো, বর্তমান যুগ্ম আহ্বায়ক তপন চক্রবর্তী, সাবেক সদস্য সচিব কৃষ্ণ চক্রবর্তী, বরকলের সভাপতি অজিত ব্যানার্জী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মাস্টার রূপক ঘোষ, সদস্য রূপন সুশীল, বাবলু দাশ, মিলন দত্ত, প্রদীপ কান্তি হোড়, লিটন দাশ, সাধন নাথ, পলাশ দেব, রনী আচার্য্যসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর