ডিসি নেছার উদ্দিন আহম্মদকে অভিনন্দন


নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও চট্টগ্রাম ট্রাফিক উত্তর বিভাগের ডিসি নেছার উদ্দিন আহম্মদকে অভিনন্দন পাওয়ার যোগ্য বলে মনে করেন চান্দগাঁও কাপ্তাই রাস্তার মাথা সড়ক সংক্রান্ত এলাকার সচেতন নাগরিক মহল।

চট্টগ্রাম ট্রাফিক উত্তর বিভাগের ডিসি হিসেবে যোগদানের পর থেকে এখন পর্যন্ত পরিবহন সেক্টরে চাঁদাবাজী ও বিশৃঙ্খল পরিবেশের বিরুদ্ধে দায়িত্ব প্রাপ্ত ডিসি হিসেবে কঠিন উদ্যোগ গ্রহন করে সাহসী ভূমিকা পালন করে চলেছেন।

নেছার উদ্দিন আহম্মদ চট্টগ্রাম ট্রাফিক উত্তর বিভাগের দায়িত্ব নেওয়ার পর থেকে চট্টগ্রাম নগরীর কাপ্তাই রাস্তার মাথায় গ্রাম সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিক্সার বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। শেষ পর্যন্ত কাপ্তাই রাস্তার মাথা বাহির সিগনাল এলাকায় অটোরিক্সার চালকের সাথে ছদ্মবেশে গ্রাম সিএনজি অটোরিক্সা চালক ও সুবিধাবাদী সিন্ডিকেটের চাঁদাবাজরা একত্রিত হয়ে মিছিল মিটিং এর নামে প্রধান সড়ক দখল করে চরম বিশৃঙ্খল উশৃঙ্খল আচরণ করে সরাসরি যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি করে। ডিসি নেছার উদ্দিন আহম্মদ উক্ত যুদ্ধ ক্ষেত্রের সরাসরি কৌশলি সাহসি নেতৃত্ব দেন।

সহযোগী হিসাবে চান্দগাঁও থানার সাবেক ওসি আকতাব, সেকেন্ড অফিসার আনিসুর রহমান এবং মোহরা পুলিশ বক্সের সাবেক আইসি কাজী মুনিরুল সহ বিপুল সংখ্যাক পুলিশ কাজ করেন এবং ব্যাপক গুলাগুলি টিয়ারসেল নিক্ষেপসহ দাওয়া পাল্টা দাওয়ার পর পরিস্থিতি পূর্ণ ভাবে নিয়ন্ত্রণে আনেন ডিসি নেছার উদ্দিন আহম্মদ।

বর্তমানে অত্র এলাকায় ডিসি নেছার উদ্দিন আহম্মদ পরিবহন সেক্টরে নৈরাজ্য সৃষ্টিকারী ও চাঁদাবাজদের জন্য এক আতঙ্কের নাম।

পরবর্তীতে কাপ্তাই রাস্তা মাথায় গ্রাম সিএনজি নিয়ে দফায় দফায় আন্দোলনের নামে মিছিল, ভাংচুর এবং দফায় দফায় বৈঠকের মাধ্যমে কাপ্তাই রাস্তার মাথা থেকে গ্রাম সিএনজি গুলোকে মেট্রো এলাকা চান্দগাঁও থানাধীন গোলাপের দোকান তথা হাটহাজারী সীমানা পর্যন্ত স্থানান্তর করতে সমর্থ হন সফল এই ডিসি নেছার উদ্দিন আহম্মদ।

উল্লেখ্য কাপ্তাই রাস্তার মাথায় মোহরা ট্রাফিক পুলিশে দায়িত্ব পালনকারী টিআই, সার্জেন্টদের সহিত বিশ্বস্থতার সাথে ঘাপটি মেরে থাকা পরিবহন সেক্টরের নৈরাজ্য সৃষ্টিকারী চাঁদাবাজ দুষ্ট চক্রটি শেষ পর্যন্ত বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও চট্টগ্রাম ট্রাফিক উত্তর বিভাগের ডিসি নেছার উদ্দিন আহম্মদ মাঠ পর্যায়ে উক্ত সফলতা ধরে রাখতে পারবেন কি না সেটাই দেখার বিষয়।

তবে নৈরাজ্য সৃষ্টিকারীদের কৃত্রিম যাত্রি ভোগান্তি বিশেষ নজর নিতে অনুরোধ জানিয়ে, এখন পর্যন্ত ডিসি নেছার উদ্দিন আহম্মদ সফল বলে মন্তব্য করেছেন অত্র এলাকার সচেতন নাগরিক মহল ও এলাকাবাসী।


Related posts

রাঙ্গুনিয়ায় বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Chatgarsangbad.net

চন্দনাইশ গাছবাড়িয়া সরকারি কলেজে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি

Chatgarsangbad.net

গণপরিবহনে ভাড়া কমলো

Chatgarsangbad.net

Leave a Comment