খাবারে কেমিক্যাল-রং, বহদ্দারহাটে ৪ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা


নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

তিনি জানান, ফাঙ্গাসযুক্ত দুর্গন্ধময় নষ্ট কেক বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, খাবারে মেয়াদহীন রং ব্যবহার এবং প্রস্তুতকৃত সকল খাদ্যদ্রব্যে পণ্যের মেয়াদোত্তীর্ণ তারিখ ও মূল্য না দেওয়ায় নাহার ফুডস লাইভ বেকারিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

একইসঙ্গে নিষিদ্ধ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল (কেওড়া জল ও গোলাপ জল) ব্যবহার করে খাদ্যদ্রব্য তৈরি করায় বিসমিল্লাহ ওরশ বিরিয়ানি ও মেজ্জান নামক প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশ অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদ জন্য কাশবন রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, ম্যানিলা হোটেলকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তার সহকারী পরিচালক মো. আনিছুর রহমান মাহমুদা আক্তার এবং রানা দেবনাথ।

 


Related posts

সব ব্যাংকে সর্বনিম্ন বেতন নির্ধারণ করে দিল বাংলাদেশ ব্যাংক

Chatgarsangbad.net

বাঁশখালীতে কাভার্ডভ্যানে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

Mohammad Mustafa Kamal Nejami

বাংলানিউজের রাহমান ও সোহেল চট্টগ্রাম প্রেস ক্লাবের সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক 

Chatgarsangbad.net

Leave a Comment